রাজাকারদের নামসহ একটি তালিকা প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম।
সোমবার বিএনপির নারী সাংসদ সৈয়দা আশরাফী পাপিয়ার এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।
সংসদে অশালীন ও অসংসদীয় বক্তব্য না দেয়ার জন্য সরকারি ও বিরোধীদলের সাংসদদের প্রতি আজও আহ্বান জানিয়েছেন কয়েক জন সংসদ সদস্য। সংসদ সদস্যদের অশোভন শব্দ পত্রিকায় না ছাপানোর জন্যও এ সময় আহ্বান জানান সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক।
এছাড়াও অধিবেশনের শুরুতে ব্যাংক কোম্পানি আইনের বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে।