মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ

৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ

প্রশাসনে একজন সচিবকে বদলী এবং ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে অপর এক আদেশে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে ২ সচিবকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এ সংক্রান্ত প্রথক আদেশ জারি করা হয়। সচিব চাকুরীতে ইস্তফা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন  করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মঞ্জুরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। এ মন্ত্রণালয়ে বদলী হয়ে এসেছেন বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর শফিক আলম মেহেদী। এছাড়া অতিরিক্ত সচিব পদ মর্যাদার তিনজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন, জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা পিএসসি সচিব, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনকে বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) পদে বদলী করা হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে শোকজ করার পর জবাব দিয়েও ছাড় না পেয়ে চাকুরী থেকে অব্যাহতি চেয়ে গত সপ্তাহে আবেদন করেন স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন ও পিএসসি সচিব আমির হোসেন। এই দুই সচিবের আবেদন বাতিল করে রোববার তাদের দুজনকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। একইসাথে সনদ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ওএসডি যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদারকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ