সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েস্বল্প উন্নত দেশসমূহের প্রতি উন্নত বিশ্বের দেশগুলো তাদের দায়িত্ব পালন করছে না

স্বল্প উন্নত দেশসমূহের প্রতি উন্নত বিশ্বের দেশগুলো তাদের দায়িত্ব পালন করছে না

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, স্বল্প উন্নত দেশসমূহের প্রতি উন্নত বিশ্বের দেশগুলো তাদের দায়িত্ব পালন করছে না। শুধু কলকরাখানায় নয়, জনশক্তির দক্ষতা বৃদ্ধি করতে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে বলে মনে করছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল সাড়ে ১০টায় এশিয়া-প্যাসিফিকের স্বল্পোন্নত দেশসমূহের মধ্যে আর্থিক বৈসাদৃশ্য পূরণে কৌশল নির্ধারণ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এই কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় সূচনা বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। বাংলাদেশ, জাতিসংঘের এসকাপ ও ডেসা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ আঞ্চলিক সম্মেলনটি চলবে ২৮-৩০ অক্টোবর পর্যন্ত। সম্মেলনে এশিয়া প্যাসিফিকের ১২টি স্বল্পোন্নত দেশের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী ১২টি দেশ হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, কিরিবাতি, লাওস, মিয়ানমার, নেপাল, সলোমন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, ট্রুভ্যালু ও ভানুয়াতু।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ