শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগগোলাম আযমের মরদেহ বাড়িতেই রাখা হয়েছে

গোলাম আযমের মরদেহ বাড়িতেই রাখা হয়েছে

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও গণহত্যার প্রতীক গোলাম আযমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার সকালে তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। ঢাকার মগবাজারে নিজ বাসার গ্যারেজে শীতাতপনিয়ন্ত্রিত একটি লাশবাহী গাড়িতে তাঁর মরদেহ রাখা হয়েছে। গোলাম আযমের আইনজীবী তাজুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে মগবাজারে গোলাম আযমের বাসার সামনে সাংবাদিকদের জানান, পারিবারিকভাবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মরদেহ সেখানেই থাকবে। বিকেলের দিকে পরিবারের সদস্যরা বৈঠক করবেন। লাশ কোথায়, কখন দাফন করা হবে—এ ব্যাপারে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গোলাম আযমের ব্যক্তিগত ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম আযমের বড় ছেলে আবদুল্লাহ হিল আমান আজমীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ সেখান থেকে মগবাজারে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে গোসল করানোর পর পরিবার ও স্বজনেরা তাঁর মরদেহ দেখেন। পরে মরদেহটি বাসা থেকে নিচে নামানো হয়। জামায়াতের নেতারা মরদেহ দেখেন। গোলাম আযমের পারিবারিক সূত্রে তখন জানা যায়, মরদেহটি কোনো হাসপাতালের হিমঘরে রাখা হবে। গোলাম আযমের ছয় ছেলের মধ্যে পাঁচ ছেলেই দেশের বাইরে রয়েছেন। তাঁরা দেশে ফিরলে লাশ দাফন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ