বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনমেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ব্লুটুথসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস...

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ব্লুটুথসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ

২৪ অক্টোবর অনুষ্ঠেয় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লুটুথ ডিভাইসসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন এসব বহন করেতে পারবে না। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার কথা জানায়। এর আগে শুক্রবার পর্যন্ত মেডিকেল কোচিং বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়। যা গত সোমবার রাত থেকেই কার্যকর হয়েছে। দেশের ২২টি মেডিকেল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। মোট ১০ হাজার ২২৭টি আসনের বিপরীতে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার ফরম তুলেছেন ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। এবছর দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ