শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.২%, মূল্যস্ফীতি দাঁড়াবে ৭.৩%

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.২%, মূল্যস্ফীতি দাঁড়াবে ৭.৩%

বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার আন্তর্জাতিক এ উন্নয়ন সহযোগী সংস্থাটির ঢাকা কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.২%, মূল্যস্ফীতি দাঁড়াবে ৭.৩%। এবছর দেশের অতি দারিদ্র্যের হার ২৪.৪৭। তবে বাংলাদেশের জন্য বেশ কিছু ঝুঁকিও রয়েছে।২০১৫ সালে  মার্চ পর্যন্ত তেলের দাম একই রকম থাকবে এমন খবর দিয়ে তিনি বলেন, এতে করে বাংলাদেশের উৎপাদন খরচ কমবে। যা একটি ভালো দিক।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ