গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গাজীপুরের তার বাড়িতে পৌঁছেছেন।
রোববার বিকেল তিনটায় তিনি তার জয়দেবপুরের ভোগড়ার বাড়িতে যান। এসময় টঙ্গী ব্রিজ থেকে জয়দেবপুর ভোগড়ার নিজবাড়ি পর্যন্ত রাস্তার দুইপাশে আনারস হাতে জাহাঙ্গীর আলমের সমর্থকরা তাকে স্বাগত জানান।
হাসপাতাল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে যৌথ সংবাদ সম্মেলনে আজমত উল্লা খানকে সমর্থন দেয়ার কথা ছিল তার। কিন্তু দলীয় কার্যালয়ে না গিয়ে তিনি সরাসরি বাড়িতে যান।