শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতি২৬ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

২৬ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিতে পূর্ব ঘোষিত ২৬ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি বহাল রেখেছে  সম্মিলিত ইসলামীদল সমূহ। এজন্য সরকারকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত নতুন আল্টিমেটাম দিয়েছেন ইসলামী দল সমূহের মহাসচিব মোহাম্মদ জাফরুল্লাহ খান।  বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে  “স্বঘোষিত ধর্মদ্রোহী, মুরতাদ, কুলাঙ্গার” আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দ‍াবিতে সম্মিলিত ইসলামীদল সমূহ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা  দেয়া হয় । এর আগে গ্রেপ্তারের জন্য ১৫ অক্টোবরের আল্টিমেটাম দেওয়া হয়েছিলো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী দল সমূহের মহাসচিব মোহামমদ জাফরুল্লাহ খান।

তিনি বলেন,  আবদুল লতিফ সিদ্দিকী একজন স্বঘোষিত ধর্মদ্রোহী ও মুরতাদ। যেহেতু তিনি এখনো তওবা করেননি ও অনুতপ্ত হননি, তাই তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জাফরুল্লাহ বলেন, শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করলে যেহেতু শাস্তির আওতায় আনা হয় তাহলে কেন নবীজীর বিরুদ্ধে কটুক্তি করলে শাস্তি দেওয়া হবে না। লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোবিন, খেলাফত আন্দোলনের সাংগঠনিক মুফতি ফখরুল ইসলাম, মুসলিম লীগের মহাসচিব কাজী আব্দুল খায়ের, শর্ষীনার ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ প্রমুখ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ