চার বছরের মেয়াদ শেষে আজ বিদায় নিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। এই চার বছরে বহু গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও আলোচিত ঘটনার তদন্তভার নেওয়ার কারণে প্রতিষ্ঠান হিসেবে দুদকও ছিল গণমাধ্যমে আলোচিত। পদ্মা সেতুর তদন্ত থেকে শুরু করে সর্বশেষ রানা প্লাজা ধসসহ প্রায় সকল আলোচিত ঘটনাই কোনো না কোনো পথে দুদকে এসে ঠেকেছে।
গোলাম রহমান মনোযোগের কেন্দ্রে আসার কারণ, গত দুবছরে যে ঘটনাই আলোচিত হয়ে উঠেছে, সেই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে দুদকের নাম। কমিশন গঠনের পর গোলাম রহমানই প্রথম ব্যক্তি যিনি চেয়ারম্যান হিসেবে পুরো মেয়াদ কাল শেষ করেছেন। তবে বিদায় বেলায় নিজের সম্পর্কে মূল্যায়ন করতে বললে, নিজেকে তিনি সফল বলে দাবি করেননি।
তবে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার সঙ্গে যারা যুক্ত, তারা এ কাজে এগিয়েই রাখতে চান মৃদুভাষী সাবেক এই সচিবকে। পদ্মাসেতুর দুর্নীতি তদন্তে গোলাম আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেন বলে মনে করেন বিষেশজ্ঞরা।