বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিআন্দোলনের মুখে সরকার তার ভাষা বদলাবে : নজরুল ইসলাম খান

আন্দোলনের মুখে সরকার তার ভাষা বদলাবে : নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিলেও আন্দোলনের মুখে সরকার তার ভাষা বদলাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটি নিয়ে মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, পদত্যাগের আগের দিন পর্যন্ত এরশাদ বলেছিলো আমি কার কাছে পদত্যাগ পত্র জমা দেবো। আমি কী জিরো পয়েন্টে গিয়ে পদত্যাগ করবো?

কিন্তু একদিন পরই তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো। সুতরাং আজকের প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলেও আন্দোলন যখন শুরু হবে তখন তার ভাষা বদলে যাবে। তিনি বলেন, আমরা সংলাপ এবং সমঝোতার মাধ্যমে চলমান সঙ্কটের সমাধান চাই। সেটি না হলে, আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ঢাকা মহানগর শ্রমিক দল দক্ষিণের সভাপতি কাজী মোহাম্মদ আমীর খসরু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম বাদল, উত্তরের সভাপতি জুলফিকার মতিন, সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ