শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

বাসচালককে পিটিয়ে আহত করার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। ১৫/২০ মিনিটের অবরোধে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

শ্রমিকরা জানান, দুপুর পৌনে ১টার দিকে নগর জলফৈ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় আদালত বাবুল পরিবহনের যাত্রীবাহী একটি বাস থামিয়ে চালককে কাগজপত্র দেখাতে বলেন। এনিয়ে অভিযানে অংশ নেওয়া পুলিশের সঙ্গে ওই চালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠি দিয়ে আঘাত করলে ওই চালকের বাম হাত ভেঙে যায়।

এই খবর ছড়িয়ে পড়লে শ্যামলী পরিবহন ও বাবুল পরিবহনের বাস আড়াআড়িভাবে মহাসড়কে রেখে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। হাইওয়ে পুলিশ ১৫/২০ মিনিটের মধ্যে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দিলেও মহাসড়কে বেশকিছু যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। দুপুর পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট একই রকম ছিল। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন

সর্বশেষ