বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিরামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ পরিবারের সঙ্গে খালেদার সাক্ষাৎ সোমবার

রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ পরিবারের সঙ্গে খালেদার সাক্ষাৎ সোমবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ পরিবারের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।  সাক্ষাৎ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের নেতৃবৃন্দ ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।  বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত যুবক উত্তম কুমার বড়ুয়ার ফেসবুকে কোরআন অবমাননার জের ধরে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ভাঙচুর ও ঘরবাড়িতে হামলা,অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলা হয়।
আরও পড়ুন

সর্বশেষ