বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রতিযোগিতা করতে চান পাকিস্তানী অভিনেত্রী মিরা। ২০০৪ সালে ‘নজর’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তার অভিষেক হয়।
ইন্দো-এশিয়ান নিউজ সাভিসকে (আইএএনএস) মিরা বলেছেন, ‘আমি আশা করছি আমি অনেক ভাল ছবি করতে পারবো এবং বলিউডের এ’ গ্রেডের অভিনেত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। আমি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রতিযোগিতা ও একই ছবিতে অভিনয় করতে চাই। আমি নিজেকে প্রমানের জন্য সুযোগ চাই। এর মাধ্যমে দর্শক আমার অন্য দিকটিও দেখতে পারবে।’
তিনি আরো বলেন, ‘আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি এবং এর মাধ্যমেই অভিনেতা ও অভিনেত্রীরা তাদের যোগ্যতা প্রমান করতে পারেন।’ মিরা বর্তমানে মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ‘ভাদাস’এর প্রচার নিয়ে ব্যস্ত।
তিনি এই ছবি প্রসঙ্গে বলেছেন, ‘ভাদাসের স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় আমি এটি করেছি। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি।’ ছবিটি আগমিী মাসের ২৮ তারিখে মুক্তি পাবে। সূত্র: এনডিটিভি।