শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমানবন্দরে ৫৮টি স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরে ৫৮টি স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে সাত কেজি ওজনের ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের যাত্রী মোহাম্মদ উল্লাহ‘র শরীর তল্লাশি করে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য দুই কোটি ৯০ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার তপন কুমার চক্রবর্তী  বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-২০৪) ফ্লাইটি অবতরণ করে।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় মোহাম্মদ উল্লার শরীর তল্লাশি করে ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলো কাপড় দিয়ে শরীরে বাধা ছিল বলে জানান তিনি। এরআগে শনিবার রাতে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই’র একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ