সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গন হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

হরতালের কারণে প্রথম দফা পেছানোর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের প্রথমবর্ষ অনার্সের প্রথম পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে। সোমবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ শনিবার সন্ধ্যায় বলেন, সোমবারের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলি যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের দায়ে ‘আমৃত্যু কারাদণ্ড’র প্রতিবাদে বৃহস্পতি ও রোববার হরতাল ডাকে জামায়াত। এর কারণে রোববার অনুষ্ঠিতব্য প্রথমবর্ষের পরীক্ষা পিছিয়ে সোমবার নেওয়া হয়। কিন্তু বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। উপাচার্য বলেন, সোমবারের পরীক্ষাটি সবার শেষে নেওয়া হবে। পরবর্তীতে এ পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ