জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে বিজিবি- চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবির গুলিতে দুই চোরাকারবারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
মঙ্গলবার দিবাগত রাত পোনে ১টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের নাইমুদ্দিনের ছেলে মহিদুল ইসলাম (২১) ও একই গ্রামের বাহাদুরের ছেলে রানা মিঞা (৩৩) ।
জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাব্বির বাংলামেইলকে জানান, রাত পোনে ১টায় শতাধিক চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের ভেতরে ঢুকলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাদের ধাওয়া করে।
এ সময় চোরাকারবারীরাও অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই চোরকারবারী গুলিবিদ্ধ হয়ে মারত্মক আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।