সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনবুয়েটে প্রথমবারের মতো নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন খালেদা

বুয়েটে প্রথমবারের মতো নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন খালেদা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ওই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আগামী চার বছরের জন্য খালেদা একরামকে নিয়োগ দেওয়া হয়েছে। বুয়েটের উপাচার্য নজরুল ইসলামের মেয়াদ শেষ হয় গত ৩১ আগস্ট। এর পর থেকে পদটি শূন্য ছিল। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারী উপাচার্য হয়েছেন, যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ