বড় ব্যবধানে জিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান এসেছে ধাওয়ানের ব্যাট থেকে। ৫৮ রান করে অপরাজিত ছিলেন কোহলি।
উদ্বোধনী ইনিংসেই ৭৭ রান যোগ করে ভারতকে জয়ের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার ধাওয়ান ও রোহিত। ১৭তম ওভারে রোহিত শর্মাকে সাজঘরে ফেরালেও লাভ হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় উইকেটে আবার ৬৫ রানের জুটি গড়ে জয়টা নিশ্চিতই করে ফেলেন ধাওয়ান আর কোহলি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৮১ রানে।