শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্র বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্র বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলের ১৬ জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে সিন্ডিকেটের সদস্য রাশেদা আক্তারকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে প্রক্টর তপন কুমার সাহা জানান।

হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল ভোরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভাসানী হলের শিক্ষার্থীদের ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হল শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের সমর্থক কর্মীদের ওপর রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সাধারণ সম্পাদক অনিন্দ্য বাড়ৈয়ের সমর্থক নেতা-কর্মীরা। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ