আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-শ্রীলংকা সেমি ফাইনাল ম্যাচকে সামনে রেখে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত।
শ্রীলংকার বিপক্ষে সেমিফাইনালকে ঘিরে মোটেই চিন্তিত নন অধিনায়ক ধোনি। তিনি বলেন, ‘দলের ভালো করার দিকেই আমাদের মনোযোগ। শিরোপা জিততেই হবে তা নয়। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই।’
মারমুখি ব্যাটসম্যান ধোনি আরো বলেন, ‘সেমির লড়াইয়ের জন্য আমরা শ্রীলংকার পুরো দলকে পর্যবেক্ষণ করছি। এবারের ম্যাচটি ২০১১ সালের বিশ্বকাপের মতো নয়।’
শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটম্যানদের ব্যাপারে ধোনি বলেন, মাহেলা, সাঙ্গাকারার ব্যাপারে কোনো পরিকল্পনা নেই আমাদের। দুই দলেরই কিছু খেলোয়াড় পরিবর্তন হতে পারে।
ধোনি তার খেলোয়াড়দের ব্যাপারে বেশ খুশি। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ফিল্ডিং ভালো করছে ভারত।
ধোনি তার খেলোয়াড়দের প্রশংসা করে বলেছেন, এবারের টুর্নামেন্টে ভারসাম্যপূর্ণ দল ভারত।
মিডল ওভারের ব্যাটিং নিয়ে একটু শঙ্কায় রয়েছে ভারতের অধিনায়ক। তবে দুদলের তুলনা করলে ব্যাটিং লাইন আপে এগিয়ে আছে ভারত।