শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া

২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া

ভবিষ্যত আন্দোলনের কৌশল নির্ধারণে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ৯টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বেঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জামায়াত নেতা মো. আবদুল হালিম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিশের মওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি’র অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি গোলাম মর্তুজা, ন্যাপ জেবেল রহমান গণি, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মবিন, মুসলীম লীগের কামরুজ্জামান খান, ন্যাপ (ভাসানী) অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ পিপলস লীগের (গরিব নেওয়াজ) সাইফুদ্দিন মনি, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম এবং সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ।

চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানায়, সরকার পতনে পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করছেন খালেদা। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করা হবে।  এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবির বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। এর আগে একই লক্ষ্যে রোববার বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করেন খালেদা।

আরও পড়ুন

সর্বশেষ