রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর মীর ইকবাল

প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর মীর ইকবাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর মীর ইকবাল হোসেন। রোববার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া আইনমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্রে মীর ইকবাল উল্লেখ করেন, তিনি অসুস্থ থাকায় ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। তাই তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান তিনি। তিনি গত ১ থেকে ৩১ মে পর্যন্ত চিফ প্রসিকিউটরের কাছ থেকে ছুটি নেন। ছুটি শেষ হলেও আর কাজে যোগ দেননি।

মীর ইকবাল হোসেন ২০১২ সালের ২৯ এপ্রিল প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত হন। শুরুর দিকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার দায়িত্ব পালন করলেও পরে তাকে সরিয়ে দেওয়া হয়। এর আগে গত ৭ আগস্ট প্রসিকিউটর একেএম সাইফুল ইসলামকে অপসারণ করে আইন মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বরাবর পাঠানো এক প্রজ্ঞাপনে শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অপসারণ করা হয় তাকে। একেএম সাইফুল ইসলাম গত চার মাস আগে দুই সপ্তাহের ছুটি নিয়ে বিদেশে যান। এরপর থেকে তিনি দেশেও ফিরে আসেননি, প্রসিকিউশনকেও কিছু জানাননি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ