
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বুধবার এক যুবতীকে ধর্ষণের চেষ্ঠার ঘটনায় বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তিন বখাটে যুবক হোসেন, তারেক ও আলমগীর ওই যুবতীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় যুবতীর চিৎকারে তার বড় ভাই এগিয়ে এলে বখাটেরা তার উপর হামলা চালায়।
এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হোসেনকে ধরে ফেলে।গণপিটুনি দিয়ে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় এক বখাটে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।