শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে১৬ বছর পর রাজবাড়ী-ফরিদপুর ট্রেন চলাচল শুরু

১৬ বছর পর রাজবাড়ী-ফরিদপুর ট্রেন চলাচল শুরু

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে রাজবাড়ী-ফরিদপুর রেল পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে পাঁচটি বগী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেন চলাচল উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।এসময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, রেলওয়ের পাকশী বিভাগীয় মহা ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. শফিকুর রহমান, বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মো. জয়দুল ইসলাম, স্টেশন মাস্টার মো. হযরত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। ১৯৯৮ সালের ১৫ মার্চ ৩০ কিলোমিটার দীর্ঘ রাজবাড়ী-ফরিদপুর রেল পথটি বন্ধ হয়ে যায়।

আওয়ামী লীগ সরকার ২০১০ সালের ১০ মার্চ থেকে নতুন করে ৯০ কোটি টাকা ব্যয়ে রুটের সাতটি রেল স্টেশন ও রেলপথ পুনরায় তৈরি করেছে। স্টেশনগুলো হলো-রাজবাড়ী, পাঁচুরিয়া, খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ, অম্বিকাপুর ও ফরিদপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২ নভেম্বর পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় রাজবাড়ী-ফরিদপুর রেললাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আরও পড়ুন

সর্বশেষ