রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ গ্রিনরোডের পান্থপথ সংযোগ সড়ক সংলগ্ন চৌরাস্তা এবং গুলিস্তানের গোলাপশাহ মাজার সংলগ্ন সড়কে এই দুটি দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে গ্রিনরোডে দ্রুতগামী ট্রাকচাপায় মারা যান লেগুনা যাত্রী জুনায়েদ হোসেন (২২)। তার পিতার নাম জালাল উদ্দিন। জুনায়েদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলায়। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের নবীনগরে থাকতেন।

ফার্মগেট থেকে কামরাঙ্গীর চর যাওয়ার পথে গ্রিনরোড চৌরাস্তায় ট্রাকটি লেগুনার সম্মুখের অংশে চাপা দেয়। এতে চালকসহ জুনায়েদ ও তার চাচা জাকারিয়া আহত হন। জুনায়েদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।  অপরদিকে গুলিস্তানের গোলাপশাহ মাজার সংলগ্ন সড়কে গাড়িচাপায় জেসমিন আক্তার নামে (১৮) এক তরুণী নিহত হন।  জানা যায়, গাড়িচাপায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সকাল পৌনে ৭টার দিকে জেসমিন মারা যান।

আরও পড়ুন

সর্বশেষ