: বোমা তৈরির বিপুল সরঞ্জাম মিলেছে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলে।
একটি কক্ষে বিস্ফোরণের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হলে অভিযান চালিয়ে পুলিশ এগুলো উদ্ধার করে।
চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, ১৩৩ নম্বর কক্ষে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ যায়। এরপর পুরো কক্ষ তল্লাশি করা হয়।
তিনি জানান, ওই কক্ষে একটি ব্যাগে বিস্ফোরিত হওয়া পাঁচটি ককটেলের অংশ বিশেষ, অসংখ্য জর্দার কৌটা, পাথরের টুকরা, বারুদ, পটাশিয়াম পাওয়া গেছে।
কলেজ শাখা ছাত্রদলের সুমন নামে এক নেতা ওই কক্ষে থাকতেন বলে হলের শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে।
কাউকে আটক করতে পারেননি পুলিশ