বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদতথ্য-প্রযুক্তিসবচেয়ে বড় ডিসপ্লের ফোন বের করতে যাচ্ছে অ্যাপল

সবচেয়ে বড় ডিসপ্লের ফোন বের করতে যাচ্ছে অ্যাপল

 


স্যামসাংয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার জন্য অ্যাপল এবার বের করতে যাচ্ছে ৫.৭ ইঞ্চি বড় পর্দার ডিসপ্লের মোবাইল ফোন এবং একইসাথে দামের দিকে নজর রাখছে তারা। তুলনামূলকভাবে এবার কম দামে বাড়ারে ছাড়বে তাদের এই ফোনটি।

 

ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি অ্যাপল তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্যামসাংকে প্রধান হিসেবে দেখছে। স্যামসাং তাদের বড় পর্দার ফোনের মাধ্যমে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপলের বড় পর্দার ফোন বের করার একটি মুখ্য কারণ সেটি।

 

বর্তমানে আইফোনের স্ক্রিন অনেক ছোট অন্যান্য স্মার্টফোনের তুলনায়। আইফোন ৫ এর ডিসপ্লের সাইজ হলো ৪ ইঞ্চি। যেখানে গ্যালাক্সি এস টু এর স্ক্রিন সাইজ ৪.৩ ইঞ্চি, গ্যালাক্সি এসফোর এর স্ক্রিন সাইজ ৫ ইঞ্চি এবং গ্যালাক্সি নোট টু এর স্ক্রিন সাইজ ৫.৫ ইঞ্চি। এটি ২০১৪ সালে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ