রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়লন্ডন ফেস্টিভালে প্রদর্শনের জন্য বাংলাদেশী সিনেমা নির্বাচিত

লন্ডন ফেস্টিভালে প্রদর্শনের জন্য বাংলাদেশী সিনেমা নির্বাচিত

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল(এলআইএফএফ)-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘৭১ এর সংগ্রাম’। ভারতীয় উপমহাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আয়োজিত উৎসবের পঞ্চম আসরে সিনেমাটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ারও হবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রধান চরিত্রে রূপদানকারী অভিনেতা আমান রেজা। আমান জানিয়েছেন, ১০ জুলাই থেকে শুরু হওয়া উৎসবের সপ্তম দিন প্রদর্শিত হবে ‘৭১ এর সংগ্রাম’।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী এ সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন। সিনেমাতে ‘করিম’ চরিত্রে আমান ও ‘আশা’ চরিত্রে দিলরুবা ইয়াসমিন রুহী অভিনয় করেছেন। আমানের বৃদ্ধ বয়সের চরিত্রে দেখা গেছে হিন্দি সিনেমার অভিনেতা অনুপম খেরকে। দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল। এর মূল আসরে এবার অংশ নিচ্ছে ১৫টি চলচ্চিত্র। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে উৎসবের এক্সিকিউটিভ অ্যান্ড প্রোগ্রাম ডিরেক্টর ক্যারি রাজেনদার সাহনি বলেন, ‘আমরা ভারতীয় উপমহাদেশ ঘুরে উদ্ভাবনী চিন্তাধারা সমৃদ্ধ সাহসী কয়েকজন চলচ্চিত্রকারের শৈল্পিক মানসম্পন্ন কিছু চলচ্চিত্র নিয়ে উৎসব আয়োজন করছি।

আর এ চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আপনাদের ঘরের কাছেই।’ ১০ জুলাই ভারতীয় সিনেমা ‘সোল্ড’ এর ইউরোপীয় প্রিমিয়ারের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এক নেপালি কিশোরী ভারতে কাজের সন্ধানে এসে বিক্রি হয়ে যৌনপল্লীতে। সেই গল্প নিয়েই সিনেমাটি পরিচালনা করেছেন জেফ্রি ব্রাউন, প্রযোজনা করেছেন অভিনেত্রী এমা থমসন। ‘সংগ্রাম’ ছাড়াও আসরে অংশ নিয়েছে ভারতের বাংলা চলচ্চিত্র ‘অপুর পাঁচালী’। এ সিনেমাটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সামরুদ্ধি পুরের ‘হেমালকাসাক্লোজিং নাইট’ সিনেমার। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নানা পাটেকর, সোনালী কুলকার্নি। প্রতিবারের মতো এ আসরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে ‘সত্যজিৎ রায় ফাউন্ডেশন শর্ট ফিল্ম কম্পিটিশন’নামে একটি প্রতিযোগিতার আয়োজনও থাকছে। ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল’ (এলআইএফএফ)-এর প্রথম আসরটি অনুষ্ঠিত হয় ২০১০ সালে। শুরুর বছর থেকে আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি দর্শকের বিচারে সেরা সিনেমার পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ