বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনজুন মাসের এমপিওর চেক বিলম্ব

জুন মাসের এমপিওর চেক বিলম্ব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদির চেক ছাড়ে কয়েকদিন দেরি হতে পারে বলে জানা গেছে। এছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের চেক ছাড়েও কয়েকদিন দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমপিও কর্মকর্তারা জানিয়েছেন, নতুন অর্থবছরের বাজেটের টাকা এখন  পর্যন্ত মন্ত্রণালয়ে এসে না পৌঁছানোর কারণে জুন মাসের এমপিওর (বেতন) চেক ছাড় হতে কয়েকদিন সময় লাগতে পারে। অর্থ বরাদ্দ হওয়ার সঙ্গে সঙ্গে চেক পত্রের মারফত অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হবে। সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ শিক্ষক-কর্মচারী এই এমপিও চেক ছাড়ের অপেক্ষায় আছেন।
আরও পড়ুন

সর্বশেষ