শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবিএনপির আন্দোলন নিয়ে সরকার দলের সমালোচনা হতাশারই বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

বিএনপির আন্দোলন নিয়ে সরকার দলের সমালোচনা হতাশারই বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

দলকে সংগঠিত করা, রাজপথে আন্দোলন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিএনপি এক সঙ্গে নিচ্ছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শনিবার সকালে মিরপুর ১১ নম্বরে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রথম রমজানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হন শামসুদ্দিন দিদার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি। তাই শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির আন্দোলন নিয়ে সরকার দলের সমালোচনা তাদের হতাশারই বহিঃপ্রকাশ। কারণ এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন

সর্বশেষ