রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
প্রচ্ছদজাতীয়নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: প্রধানমন্ত্রী

নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বিভিন্ন দেশে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নারীরা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে এই গতিকে আরো ত্বরান্বিত করারও তাগিদ দেন তিনি। সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। নারীর সম অধিকার নিশ্চিত করতে দেশের ভেতরে এবং বাইরে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান শেখ হাসিনা। তিনি বলেন, সম্মিলিত কৌশল নির্ধারণের মাধ্যমে বিশ্ব অঙ্গনে নারীর ভূমিকা বাড়াতে হবে। বাংলাদেশ এ ধরণের আন্তর্জাতিক উদ্যোগকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নারীর আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। কমনওয়েলথভূক্ত ২৪ দেশের প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ