শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময়সেমিতে মোহামেডান

সেমিতে মোহামেডান

টানা দুই জয়ে গ্রুপ বি থেকে সেমি ফাইনাল নিশ্চিত করল ঢাকা মোহামেডান। ৩য় সুপার কাপের সোমবারের দ্বিতীয় ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডী ক্লাবকে। ফরোয়ার্ড ওয়াহিদ আহমদের ৯ মিনিটের একমাত্র গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। জামালের ডিফেন্ডার ও গোল রক্ষকের ভূর বোঝাবুঝির সূফল তুলেন ওয়াহিদ। তিন মিনিট পরেই গোল ফেরানোর সুযোগ পেযেছিলো জামাল। কিন্তু মোহামেডানের গোলরক্ষক মামুন খানের কাছে দুইবার এসে ব্যর্থ হয়। এক ম্যাচ হাতে রেখে মোহামেডানের সংগ্রহ ছয় পয়েন্ট আর শেখ জামালের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।

আরও পড়ুন

সর্বশেষ