রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
প্রচ্ছদবিনোদন সময়দুঃশ্চিন্তায় পাওলী দাম

দুঃশ্চিন্তায় পাওলী দাম

 

  গত শুক্রবার মুক্তি পেল পাওলী দামের দ্বিতীয় হিন্দী ছবি ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’।

এ নিয়েই ব্যস্ততার শেষ নেই পাওলীর। তবে ছবির মুক্তির দিনেও টেনশনটা কমলোনা তার। কারণ প্রথমদিনে হলগুলোতে যে দর্শক হয়েছে তা দিয়ে কোনই বিচার করা যাচ্ছেনা। হল মালিকরা বলছেন, ছবির ভবিষ্যতের জন্য আরো দু’একটা দিন অপেক্ষা করতে হবে।

তবে এবার পাওলী বললেন, ‘আসলে এই ছবিটা একেবারে আলাদা৷ ‘হেট স্টোরি’র সঙ্গে বা আগে যে রকম ছবি করেছি তার সঙ্গে কোনও মিলই নেই৷ একেবারে অন্যরকম একটা ছবি৷ তাই দর্শকের আগ্রহটা বেশি৷ আমি এখানে এক বাঙালি আইনজিবী৷ কাজরী সেন৷ দেশের মেডিক্যাল ম্যালপ্র্যাকটিস নিয়ে ছবি৷ একেবারে জীবন থেকে তোলা গল্প৷ দেখলেই বুঝবেন কতটা রিয়্যালিস্টিক৷’

এদিকে হলিউডের সুপারম্যান সিরিজের নতুন ছবি ‘ম্যান অব স্টিল’ একই সময় মুক্তি পাওয়ায় পাওলী’র ছবির সূচনা কিছুটা ম্লান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য ছবি সবাই না দেখলেও ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’-এ ভরপুর টুইটার৷ আর ভরপুর পাওলীতে৷ ছবি মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই ফ্যানরা পাওলিকে প্রচুর শুভেচ্ছা-ট্যুইট করে যাচ্ছেন৷ তবে টুইট আর প্রযোজকের টাকা উঠে আসা যে এক কথা নয়, তা বোধহয় ভালোই জানেন পাওলী।

আরও পড়ুন

সর্বশেষ