শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবাজেট অধিবেশন শুরু

বাজেট অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বুধবারের কার্যসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত প্রশ্নোত্তরের মধ্যদিয়ে বেলা ১১টা ২৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এটি দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট বাজেট অধিবেশন।
অধিবেশনের শুরুতেই রয়েছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিট প্রশ্নোত্তরকাল। এরপরেই রয়েছে অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব। এছাড়া বুধবার দু’টি বিল পাস হবে। এরমধ্যে রয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক-২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল ২০১৪। দশম জাতীয় সংসদের পথচলা শুরু গত ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন, চলবে ৩ জুলাই পর্যন্ত। ইতোমধ্যে নতুন সরকারের প্রথম ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এবারই প্রথম বিরোধীদলের পূর্ণ সমর্থন নিয়ে বাজেট পাস করলো কোনো সরকার।
আরও পড়ুন

সর্বশেষ