রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......অনিয়মের অভিযোগে ৭৭টি রিক্রুটিং এজেন্সির লাইন্সেস বাতিল

অনিয়মের অভিযোগে ৭৭টি রিক্রুটিং এজেন্সির লাইন্সেস বাতিল

অনিয়মের অভিযোগে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৭৭টি রিক্রুটিং এজেন্সির লাইন্সেস বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। একই সাথে এসব এজেন্সির ৬ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৬২০ টাকা জামানত বাজেয়াপ্ত এবং তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ কোটি ৭৮ লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও জানান তিনি। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন,‘বিদেশ গমনেচ্ছুদের ব্যাংক ড্রাফট ও ফিঙ্গার প্রিন্ট প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। এর ফলে মধ্যসত্ত্বভোগীদের মাধ্যমে প্রতারিত হওয়ার সুযোগ কমবে। মধ্যপ্রাচ্যে বন্ধ হওয়া জনশক্তি রপ্তানির বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,‘মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি বন্ধের কারণ, কর্মী বেশি হওয়ায় ভারসাম্য রক্ষার্থে সেসব দেশ জনশক্তি আমদানি বন্ধ রেখেছে। তবে মধ্যপ্রাচ্যে ২০১৩ থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত ৩ লাখ ৯২ হাজার ৩৮৩ জন কর্মী পাঠানো হয়েছে।’

এ পর‌্যন্ত প্রবাসে কতজন বাংলাদেশি মারা গেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘ ১ জানুয়ারি ২০০৯ থেকে ২০১৪ সালের মে মাস পর‌্যন্ত প্রবাসে ১৪ হাজার ৭৯৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মীর লাশ দেশে আনা হয়েছে। একই সাথে ২ হাজার ৩৮৬টি মৃতদেহের পরিবারকে ১৪০ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৫৭ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।’

আফ্রিকা মহাদেশে জনশক্তি রপ্তানির বিষয়ে মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘ বিশ্বের ১৫৯টি দেশে জনশক্তি রপ্তানি করা হয়। এর মধ্যে আফ্রিকা মহাদেশের ৪৪টি দেশে রপ্তানি করা হচ্ছে। তিনি আরও বলেন,‘জনশক্তি রপ্তানিতে আমরা বিভিন্ন দেশের শ্রম উইং এর ওপর গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে নতুন ১২টি শ্রম উইং খোলা হয়েছে এবং ১১টি দেশে শ্রম উইং খোলার বিষয় বিবেচনাধীন।’

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ