মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদইসলাম ও জীবনপবিত্র রমজান শুরু কাল

পবিত্র রমজান শুরু কাল

গতকাল দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। এ হিসেবে আগামী ২৫ জুলাই রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল বাংলাদেশের কোথাও হিজরি ১৪৩৫ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
আজ শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ৩০ জুন সোমবার থেকে রমজান মাস শুরু হবে। আগামী ২৫ জুলাই রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। রোজার প্রস্তুতি হিসেবে আজ রাত থেকেই তারাবি নামাজ শুরু হবে। সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনসহ তথ্য মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ