রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সিটি করপোরেশনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: হানিফ

সিটি করপোরেশনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: হানিফ

hanifবিডিসময় ডেস্কঃ সিটি নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থীদের ভরাডুবির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এই ফল আগামী জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা। তবে বিরোধী দলের জন্য বাড়তি একটা সুবিধা বয়ে আনবে বলে মনে করেন তিনি।’ রবিবার দুপুরে কাওরান বাজারে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিজয়ী মেয়রদের আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান হানিফ।

 ১৪ দল সমর্থিত প্রার্থীদের ভরাডুবি’র কারণ সম্পর্কে হানিফ বলেন, ‘দায়িত্ব পালনের সময় নেতা-কর্মীদের সঙ্গে সিটি নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থীদের দূরুত্ব সৃষ্টি হয়েছিল। এজন্য তাদের পরাজয় হয়েছে। তবে এটাই একমাত্র কারণ, এমনটা বলা যাবেনা। তিনি বলেন, ‘আগামী দিনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরো সচেতন হতে হবে।’

 এই নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির ব্যাপারে হানিফ বলেন, ‘নির্বাচন চলাকালেও তিনি অনেক মিথ্যাচার করেছিলেন। এটা নির্দলীয় নির্বাচন। এখানে কোনো দলের প্রতি মতামতের প্রতিফলন বা অনাস্থা প্রকাশ হয়নি।’

আরও পড়ুন

সর্বশেষ