শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়টিসিবির মাধ্যমে মায়ানমার ও তুরস্ক থেকে পেয়াজ আমদানি করব : বাণিজ্যমন্ত্রী

টিসিবির মাধ্যমে মায়ানমার ও তুরস্ক থেকে পেয়াজ আমদানি করব : বাণিজ্যমন্ত্রী

ভারতে পেয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও এর মূল্য বৃদ্ধির ফলে মায়ানমার ও তুরস্ক থেকে এই পণ্য আমদানি করবে সরকার। বুধবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান মাসে নিত্যপণ্যের মজুদ সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক বৈঠকের শুরুতে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন মায়ানমার ও তুরস্ক থেকে পেয়াজ আমাদানি করা হবে।

কয়েক দিন আগে ভারতের পেয়াজের মূল্য বেড়ে দ্বিগুণ হয়- বিষয়টি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এর ফলে বাংলাদেশেও মূল্য বৃদ্ধির লক্ষণ পাওয়া যাচ্ছে। আমরা টিসিবির মাধ্যমে মায়ানমার ও তুরস্ক থেকে পেয়াজ আমদানি করব।

রমজান মাসে ইফতারিতে পেয়াজের ব্যবহার কয়েকগূণ বেড়ে যায়। এজন্য প্রতিবছরই পেয়াজের মূল্যও বাড়ে। ভারতের মূল্য বাড়ার প্রভাবে দেশের বাজারে পেয়াজের মূল্য ৫-১০ টাকা পর‌্যন্ত বেড়ে গেছে। রমজান মাসে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলেও জানান মন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, টিসিসি, ইপিবি, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ