রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......গাজীপুরে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা : নির্বাচন কমিশন

গাজীপুরে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা : নির্বাচন কমিশন

gazipur-ecগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্র গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) জাবেদ আলী। রোববার নির্বাচন উপলক্ষে গাজীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাবেদ আলী বলেন, ‘আমাদের কাজের মোটিভ হচ্ছে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন করা। নির্বিঘ্নে সবাই আসবে ভোট দিতে, নিজ নিজ অধিকার প্রয়োগ করে চলে যাবে। এখানে কোনো রকমের গুনজায়েশ নাই ভোটের এদিক-সেদিক হওয়ার।’

নতুন সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হিসেবে এটিকে স্মরণীয় করে রাখতে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান নির্বাচন কমিশনার। আর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকলের সহযোগিতা চান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ