সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে চুয়েট বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে চুয়েট বন্ধ ঘোষণা

cuetনাহিদ উল আলম, চট্টগ্রাম: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। রবিবার থেকে আগামী ২৪ জুন পর্যন্ত সাত দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

একইসাথে ছাত্রদের আজ বিকেল ৩টার মধ্যে এবং সোমবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, ক্যাম্পাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে শনিবার রাতে সংঘর্ষ হয়।

এতে নায়েব নামে যন্ত্রপ্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোসলের পক্ষের সাথে পাভেল পক্ষের বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে। এর জের ধরে শনিবার রাতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদের মধ্যে শনিবার রাতে ঘটা অপ্রীতিকর ঘটনার জন্য আগামী ২৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সবরকম শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

সব ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক ও শিক্ষকদের নিয়ে বসা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এতে বলা হয়েছে।

ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে আছেন সাধারণ ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন

সর্বশেষ