কমনওয়েলথভুক্ত দেশগুলোর মহিলাবিষয়ক মন্ত্রীদের ১০ম আন্তর্জাতিক সম্মেলন আগামী সোমবার ঢাকায় শুরু হচ্ছে।
শনিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কমনওয়েলথ মহিলাবিষয়ক মন্ত্রীদের তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে যোগদানের জন্য কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা রবিবার ঢাকায় আসছেন।
কমনওয়েলথ মহিলাবিষয়ক মন্ত্রীদের সম্মেলন উপলক্ষে সোমবার সকাল ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
কমনওয়েলথ মহাসচিব এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এ সম্মেলনের প্রতিদিনের ওয়ার্কিং সেশনই সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।