শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর......খাদ্য অধিদফতরের ডিজিসহ ২ জনের বিরুদ্ধে দুদক'র মামলা

খাদ্য অধিদফতরের ডিজিসহ ২ জনের বিরুদ্ধে দুদক’র মামলা

বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের পরামর্শকের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর শাহবাগ থানায় রোববার রাতে এ মামলা করা হয়। মামলার বাদী দুদকের উপপরিচালক এসএম মফিদুল ইসলাম। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন- খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আহমদ হোসেন খান ও পরামর্শক প্রতিষ্ঠান স্থপতি সংসদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহিউদ্দিন খান।

এজাহার সূত্রে জানা যায়, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সম্প্রতি ঢাকা-ব্যাংকক ভ্রমণের সময় অবৈধভাবে স্ত্রী ও ছেলের বিমানভাড়া বাবদ ৮৯ হাজার ৮৭৪ টাকার সুবিধা নিয়েছেন। পরামর্শক প্রতিষ্ঠান স্থপতি সংসদ লিমিটেডের এমডি মহিউদ্দিন খানের কাছ থেকে তিনি এ সুবিধা নেন। পরবর্তী সময়ে মহিউদ্দিন খান প্রকল্পের বরাদ্দ থেকে মহাপরিচালকের নামে বিমানভাড়া বাবদ অতিরিক্ত ৪৩ হাজার ৪৬৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ