শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর......মিল্কি হত্যা মামলায় নারাজি পিটিশন শুনানি ১৭ জুন

মিল্কি হত্যা মামলায় নারাজি পিটিশন শুনানি ১৭ জুন

যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কি হত্যা মামলায় অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে আদালতে নারাজি পিটিশনের শুনানির জন্য ১৭ জুন ধার্য করেছেন আদালত। সোমবার বেলা সোয়া ১১ টায় ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে শুনানির জন্য এ দিন ধার্য করেন। সঠিক ভাবে তদন্ত না করা, প্রত্যক্ষদর্শীর বিবরণ না দেয়া, তদন্ত কর্মকর্তা মামলাটি ভিন্ন খাতে নিতে মূল আসামিদের নাম অভিযোগপত্রে উল্লেখ না করায় এবং মামলার আসামি সহিদুল ইসলাম টিপু, অহিদুল আলম প্রকাশ, আহকাম উল্লা, আমীনুল ইসলাম, মাহবুবুল হক, এনামুল হক ও মাসুম উদ্দিনের নাম বাদ যাওয়ায় বাদী রাশেদ খান মিল্কি এ নারাজি পিটিশন দাখিল করেন।

এর আগে ২৮ এপ্রিল নারাজি পিটিশনের জন্য আবেদন করেন বাদীর আইনজীবী। গত ১৫ এপ্রিল ১১ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন র‌্যাব-১ এর এএসপি ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজিমুর রশিদ। অভিযুক্তরা হলেন, জাহিদ সিদ্দিক, সাখাওয়াত হোসেন চঞ্চল, মোছা. ফাহিমা ইসলাম লোপা, জাহাঙ্গীর মন্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, আরিফ, শরিফ উদ্দিন, ইবরাহিম খন্দকার এবং রফিকুল ইসলাম। প্রসঙ্গত, গত বছরের ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশান বিপণীকেন্দ্র শপার্স ওয়ার্ল্ড এর সামনে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ