শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচবি শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ডেমু ট্রেনের ‍যাত্রা শুরু

চবি শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ডেমু ট্রেনের ‍যাত্রা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে শাটল ট্রেনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য চালু হয়েছে ডেমু ট্রেন। বৃহঃপতিবার সকালে নগরীর ষোলশহর রেলস্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) বেলাল উদ্দিন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ডেমু ট্রেনটি বিশ্ববিদ্যালয় থেকে ষোলশহর পর্যন্ত দিনে মোট চার বার আসা-যাওয়া করবে। প্রথম ট্রেনটি সকাল ৮টা ৫২ মিনিটে, দ্বিতীয় ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটে ষোলশহর থেকে বিশ^বিদ্যালয়ের উদেশ্যে যাত্রা করবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ট্রেনটি সকাল ১০টা ৩০মিনিট এবং দ্বিতীয় ট্রেনটি দুপুর ৩টায় নগরীর উদ্যেশে ছেড়ে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ