বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউযে সব পণ্যের দাম কমতে পারে

যে সব পণ্যের দাম কমতে পারে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রস্তাব করেছেন। এসব প্রস্তাব অনুমোদন পেলে ওই সব পণ্যের দাম কমবে।

যে সব পণ্যের দাম কমতে পারে সেগুলো হলো তরল ও গুঁড়া দুধ, সাবান, কোকাযুক্ত চকলেট, মাখন, শুকনা সুপারি, দেশীয় সিম কার্ড, মিল্ক ট্যাংকার, কাগজ তৈরির কাঁচামাল পাল্প, দেশে উত্পাদিত সৌন্দর্য ও প্রসাধনসামগ্রী, ত্বক ও কেশ পরিচর্যার সামগ্রী, মশার কয়েল, শেভিং ও টয়লেট্রিজ সামগ্রী, পোলট্রি, ডেইরি, ফিশ ফিড, সব ধরনের সার, ইনসুলিন, ইনসুলিন পেন, পঙ্গু ও প্রতিবন্ধীদের ব্যবহার্য হুইল চেয়ার, অন্ধদের জন্য তৈরি করা ঘড়ি, হাসপাতাল শয্যা, ওভেন ফেব্রিক্স, ওয়েব ক্যাম ও ডিজিটাল ক্যামেরা, গাড়ির অত্যাবশ্যকীয় অংশ গ্লাস ও উইন্ডশিল্ড, অপটিক্যাল ফাইবার কেবল, এলইডি ল্যাম্প, মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাঁচামাল এফইপি, টেফলন টিউব, অগ্নিনির্বাপণ যন্ত্রাংশ, মিনিবাসের চেসিস, সার্ভার র্যাক, লাইফ বোর্ড, জাহাজের যন্ত্রপাতি, ডাম্প ট্রাক, সুপার শপের বিভিন্ন যন্ত্রাংশ যেমন-কেবিনেট, শোকেস, ডিসপ্লে কাউন্টার, ভাঙা কাচের টুকরা ও প্লাস্টিকের বর্জ, বায়োগ্যাস প্লান্টের কাঁচামাল, কোবাল্ট অক্সাইড, সস, ট্র্যাকস্যুট, ইত্যাদি।

এ ছাড়া ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী কনসোলিডেটেড অবচয় সুবিধার পরিবর্তে বছরভিত্তিক অবচয় সুবিধা দেওয়ার সুপারিশ করায় পুরোনো গাড়ির দাম কমতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ