বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে: জুন

সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে: জুন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের সময় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে। বৃহস্পতিবার সকালে  কয়েকটি দৈনিকের সঙ্গে আলোচনার সময় চীনের রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না হারবার সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে যাচ্ছে।

লি জুন বলেন, চীনে প্রধানমন্ত্রীর আসন্ন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এ সফরের সময় পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে সফর করবেন। সেখানে তিনি পাঁচ দিন অবস্থান করবেন।  ৯ জুন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি ঘোষণা দেওয়ার কথা রয়েছে৷ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না হারবারকে দিয়ে সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ