সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত বেসরকারি ফল প্রত্যাখ্যান করেছেন রাজশাহীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খাইরুজ্জামান লিটন।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণার কথা থাকলেও রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুল মাঠে ফলাফল ঘোষণা করা হয়। সেখানে বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনুসহ রাজশাহীর কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন। তারা সেখানে ফলাফলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
শনিবার রাত নয়টার দিকে রাজশাহী আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন প্রত্যাখ্যান করে নানা শ্লোগান দিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব লাঠিপেটা করলে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে যায়। পরে র্যাব একে একে সবাইকে কার্যালয় থেকে বের করে দেয়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য।
সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী রাজশাহীতে বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এগিয়ে আছে। তার পরই আছেন খাইরুজ্জামান লিটন।