মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপাহাড়তলী থানার এস আই মনজুর হোসেনকে আদালতে তলব

পাহাড়তলী থানার এস আই মনজুর হোসেনকে আদালতে তলব

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

জাল নোট রাখার অভিযোগে আটকের পর তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়া মঈনউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কারণে জানতে নগরীর পাহাড়তলী থানার এস আই মনজুর হোসেনকে তলব করেছেন আদালত। তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী  বলেন, গ্রেপ্তারের কারণ জানতে এস আই মনজুর হোসেনকে শোকজ করেছেন আদালত। শোকজের জবাব তাকে সশরীরে হাজির হয়ে দিতে বলা হয়েছে। তবে হাজির হবার জন্য ধার্য তারিখ এখনও পাইনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রাতে নগরীর অলংকার মোড় থেকে ৬টি ৫০০ টাকার নোটসহ মঈনউদ্দিনকে গ্রেপ্তার করেন পাহাড়তলী থানার এস আই মনজুর হোসেন। জাল নোট রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এস আই মনজুর। প্রায় ৬ মাস তদন্তের পর গত ১৩ ফেব্রুয়ারি পাহাড়তলী থানার এস আই ফারুকুল ইসলাম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে নোটগুলো আসল বলে উল্লেখ করে মঈনউদ্দিনকে নির্দোষ দাবি করা হয়।

বুধবার চূড়ান্ত প্রতিবেদনটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে উপস্থাপন করা হয়। আদালত প্রতিবেদনটি পর্যালোচনা করেন এবং বিনা অপরাধে প্রায় ৯ মাস মঈনউদ্দিনের জেলে থাকার বিষয়টি আদালতের নজরে আসে। এসময় আদালত এ বিষয়ে ব্যাখা জানতে এস আই মনজুরকে সশরীরে হাজিরের নির্দেশ দেন।

আরও পড়ুন

সর্বশেষ