বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়সমকামী কেইরা!

সমকামী কেইরা!

1371152194.এই ফেব্রুয়ারিতেই বিয়ে করলেন কেইরা নাইটলি। স্বামী জেমস রাইটনের সঙ্গে খুব একটা জাঁকজমক ছাড়াই গাঁটছড়া বাঁধলেন পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান খ্যাত এই হলিউডি অভিনেত্রী। তবু পেয়েছেন শ্রেষ্ঠ পোশাকের কনের খেতাব। সম্প্রতি হলিউডের বিনোদন ভিত্তিক একটি ম্যাগাজিনের জরিপে জেসিকা বিয়েলের সঙ্গে যৌথভাবে এই উপমা জিতলেন তিনি। বিয়ের পরে মধুচন্দ্রিমা যাপনের সুযোগ পাননি নববধূ। তার আগেই ব্যস্ত হয়ে পড়লেন ক্যারিয়ার নিয়ে। ইতোমধ্যে ল্যাগিস ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কেইরা। ছবিতে একজন সমকামী নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ১৬ বছর বয়সী অভিনেত্রী কোল গ্রেস মোরটেজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে তাকে। ছবির গল্প এবং পটভূমি এরই মধ্যে ঝড় তুলে দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ২৮ বছর বয়সী কেইরার পুরুষ ভক্তরা ঠিক কীভাবে নেবে প্রিয় অভিনেত্রীর সাহসী পরিবেশনা, ছবি মুক্তির আগেই তা নিয়ে গবেষণা চলছে পত্র-পত্রিকায়।

আরও পড়ুন

সর্বশেষ