শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউভোটার তালিকা হালনাগাদ ১৫ মে থেকে

ভোটার তালিকা হালনাগাদ ১৫ মে থেকে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আবারও শুরু করা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। আগামি ১৫ মে থেকে এ হালনাগাদ শুরু হবে। এবারের হালনাগাদ মোট তিন ধাপে করা হবে। তাছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মাঠ পর্যায়ের কাজ শেষ হবে। এ সব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। সোমাবার বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজত সাংবাদিক সম্মেলনে এ সব কথা জানান তিনি।

এ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তবে কেউ যদি এ সময় তথ্য দেয়া থেকে বাদ পড়ে তাহলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফরম পূরণের মাধ্যমে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত হতে পারবে।

তিনি আরও বলেন, এবার ভোটার অন্তর্ভুক্তির হার ৫ শতাংশের কম-বেশি হতে পারে। তাছাড়া আগামি ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে

আরও পড়ুন

সর্বশেষ